সংবাদদাতা, দিনাজপুর: একতা আন্তঃনগর ট্রেনে মেয়ে-জামাইকে তুলে দিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা কাটা পড়ে মাজেদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মারা গেলেন। দিনাজপুর রেলওয়ে স্টেশনে মেয়ে জামাইকে ট্রেনে তুলে দিয়ে ছেড়ে দেয়া চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে তার পা এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে মারা যান তিনি।
আজ রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১ নং প্লাট ফর্মের পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদুল ইসলাম (৫০) দিনাজপুরের বিরল উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক এরশাদুল হক ভূইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, আজ রবিবার দিবাগত রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা আন্তঃনগর ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে দিনাজপুর রেলওয়ে স্টেশনে এসে দাড়ায়। এ সময় ট্রেনে তুলে দিয়ে বগির ভিতরে মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়। চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়া করে উল্টো দিকে নামতে গিয়ে পা ফসকে মাজেদুর রহমান প্লাটফর্ম থেকে নীচে লাইনে পড়ে যান। এতে তার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
কিন্তু মেয়ে জামাই কিছুই জানতে পারেননি। ট্রেনটি দিনাজপুর রেল ষ্টেশন ছেড়ে চলে যাওয়ার পর দুই পা কাটা পড়া মাজেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার ভোর রাত ৪টার দিকে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।