ভারত থেকে মনোয়ার ইমাম : দিল্লিতে অবস্থানরত কৃষক এর মধ্যে একজন এর মৃত্যু। মৃত্যু কে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে।
গতকাল দিল্লিতে ভারতের কৃষক বিরোধী বিলের বিরোধিতায় যখন কেউ সংসদ ভবন এর দিকে এগিয়ে যাচ্ছিল, কেউ কেউ ট্রাকটার নিয়ে দিল্লির লালকেল্লা য় র দিকে এগিয়ে যাচ্ছিল তখন দিল্লির পুলিশ তাদের বাধা দেয়।
তারা বাঁধাকে অতিক্রম করে এগতে থাকলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এবং পরে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তাদের উপর জলকামান ও রবার্ট বুলেট ছোড়ে। তাতে বহু কৃষক শ্রমিক অহত ও অসুস্থ হয়ে পড়েন।
পরে রাতে এক কৃষক এর মৃত্যু হয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই আগুন ঘৃত পড়ার মতো অবস্থা তৈরি হয়। উত্তেজিত কৃষক শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে ফের বৃহত্তম আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এই আন্দোলনের পূর্ণ সমর্থন করেছে বিজেপি বিরোধী ভারতের সব জাতীয় দল। ভারত এর জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস।আর জে ডি।
ঝাড়খণ্ড পাটি, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ বাদি পাটি। এবং আম আদমি পার্টি, শিবসেনা ও এন সি পি ও আকালি দল, এবং বামফ্রন্ট ও ভারতের বামপন্থী দলগুলো।আজ মৃত কৃষক এর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লিতে।