ভারত থেকে মনোয়ার ইমাম : দীর্ঘদিন ধরে নিজেদের ইচ্ছায় শারিরীক চাহিদা মেটানোর জন্য কোন ভাবেই ধর্ষণ হিসেবে গন্য হবে না বলে রায় দিয়েছেন দিল্লির হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সম্প্রতি একটি ধর্ষণের মামলা রায় দিতে গিয়ে দিল্লির হাইকোর্ট জানিয়েছেন, যে কেউ যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে ধর্ষন করে থাকে এবং তার ফলে ঐ মহিলা যদি গর্ভবতী হয়ে পড়লে তাকে ধর্ষন বলে গন্য করা হবে না। কারণ যদি কোন মহিলা বা পুরুষ তাদের সম্পত্তির বিরুদ্ধে জোর পূর্বক যৌন নিপীড়ন চালায় তবে সেই ক্ষেত্রে ধর্ষণের ধারা যুক্ত হবে। তবে অভিযোগ কারী লিখিত ভাবে প্রশাসন ও পুলিশ কে জানালে তবেই তা আইন হিসেবে ধরা হবে।অন্যথা নয় বলে জানিয়েছেন দিল্লির মহামান্য হাইকোর্ট।অনেক ক্ষেত্রে দেখা যায় অবিবাহিত মেয়ে ও ছেলেরা বিয়ে প্রতিশ্রুতি দিয়ে মেলা মেশা করেন। সেই ক্ষেত্রে অনেক সময় মহিলারা গর্ভবতী হয়ে পড়লে তখনই ছেলেরা তাদের থেকে দূরে সরে যায়। এবং বিয়ে করতে অস্বীকার করে। এই ক্ষেত্রে ঐ ঘটনার ধর্ষণ হিসেবে গন্য করা হবে না।