300X70
শুক্রবার , ৬ নভেম্বর ২০২০ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দুদকের মামলায় সাজার হার ৭৭ শতাংশ সেপ্টেম্বর পর্যন্ত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৬, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সাজার হার ৭৭ শতাংশ। বিগত পাঁচ বছরে যা গড়ে ৬০ শতাংশে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির কমিশনার ড. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

মোজাম্মেল হক খান জানান, আগের তুলনায় দুদক এখন সফল ও কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। ২০১৫ সালে দুদকের মামলার সাজার হার ছিল ৩৭ শতাংশ। এর পরের চার বছরে সাজার হার বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশে। আর চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সাজার হার ৭৭ শতাংশ।

তিনি বলেন, আইনজীবীরা সবদিক খতিয়ে মামলা পরিচালনা করছেন বলে সাজার হার বেড়েছে। যে ২৩ শতাংশ সাজা হচ্ছে না, সেসব মামলার কোথাও না কোথাও ত্রুটি-বিচ্যুতি থাকছে। আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে সাজার হার শতভাগে উত্তীর্ণ হয়েছে।

এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক খান বলেন, যেসব মামলার কস্ট অব ইফেক্টিভ কম, সেগুলোতে সাধারণত আপিল করা হয় না।

অন্যদিকে ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের অনুসন্ধান প্রসঙ্গে তথ্য উপাত্ত সংগ্রহ এখনো চলমান বলেও জানান তিনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :