অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই, ইউএই গত শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এর শেখ জায়েদ রোডে ক্রাউন প্লাজা হোটেলে “অর্থনৈতিক ও কুটনৈতিক নীতি বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা এবং এনআরবি সিআইপি’র সংবর্ধনা” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহতাবুর রহমান, প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই এবং চেয়ারম্যান, এনআরবি ব্যাংক এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুজাফর গেস্ট অব অনার এবং দুবাইতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে। এছাড়াও ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মাদ আল মুহাইরি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকসহ সারাবিশ্বের এনআরবিসিআইপি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।