মিরেরসরাই প্রতিনিধি :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন,
কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। দেশটি সবার, সবাই মিলে এই দেশ গড়তে
হবে। দেশে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। কেউ বলতে পারবে না কাজ করার পরিবেশ নেই। মানুষের সেবা দেওয়া একটি নেয়ামত। সবার ভাগ্যে এটি জুটে না। আমাদের দেশ আমরা নিজেরা গড়বো।
উপদেষ্টা আজ মিরসরাই উপজেলা পরিষদ মিলায়তনে বন্যা-পরবর্তী পরিস্থিত
নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, বাংলাদেশের দিকে সারা বিশ্বের চোখ। নানান ক্ষেত্র
থেকে বন্যাদুর্গতদের জন্য সহযোগিতা আসছে। আপনাদের চিন্তার বাহিরে গিয়েও
অনেক কিছু সমাধান করা হবে। কারো কাছে কিছু চাইতে হবে না । কত প্রতিষ্ঠান
আসবে আপনাদের জন্য তারা কি করতে পারে তা বলার জন্য ।
প্রশাসনের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনারা জনগণের সেবা করেন।
তাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করুন। জনগণ দেশের মালিক। তাদের বিরদ্ধে গেলে
থানা ছেড়ে চলে যেতে হবে। আর জনগণের সাথে প্রশাসনের সম্পর্ক ভালো হলে দেশে
গড়তে সহজ হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সেনাবাহিনীর ইউনিট
কমান্ডার লে. কর্নেল আল মামুন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রশান্ত
চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।