ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
আজ শনিবার (৭ আগষ্ট) বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
এ গণটিকাদান কার্যক্রমে সারাদেশে বয়স্ক জনগােষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগােষ্ঠীকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একসঙ্গে দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপােরেশন এলাকায় ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।
এর আগে গণটিকাদান কর্মসূচি ঘােষণার সময় এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানাে হয়েছিল। তবে, বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৩২ লাখে নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও এর আগে বলা হয়েছিল, ১৮ বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে।
এই কর্মসূচি আওতায় সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপােরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযােগে করােনার টিকা দেয়া হবে।
আজ ৭ই আগষ্ট থেকে ৯ই আগষ্ট সিটি করপােরেশন এলাকায় এবং ৮ ও ৯ই আগষ্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ই আগষ্ট ভ্যাক্সিনেশন কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রােগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করােনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘােষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘােষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করােনাভাইরাস (কোভিড-১৯)।