নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিশাল ব্যবধানে পর পর দুইবার রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সকল কাউন্সিলরকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এ উপলক্ষে রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন গোলাম মোহাম্মদ কাদের।
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, আবারো প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে।
বিশাল ব্যাবধানে পর পর দুইবার রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।