স্পোর্টস ডেস্ক: ইউক্রেনীয় টেনিস তারকা এলিনা সোয়াইতোলিনা। নিজ দেশে রুশ হামলার মাঝে পাশে দাঁড়িয়েছেন তিনিও। যুদ্ধ বিধ্বস্ত দেশটির সেনাবাহিনীকে পুরস্কারের অর্থ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার মন্টেরে ওপেনে রাশিয়ার খেলোয়ার আনাস্তাসিয়া পোটাপোভাকে পরাজিত করেন এলিনা।
পুরস্কারের অর্থ নিজ দেশের সেনাবাহিনীদের দেওয়ার ঘোষণা দেন এই তরুণী।
মন্টেরে, মেক্সিকোর উদ্বোধনী রাউন্ডের ম্যাচে জয়ের পর দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন বিষন্ন এলিনা। পরে এক সাক্ষাৎকারে এলিনা বলেন, ‘আমি আমার দেশের জন্য একটি মিশনে ছিলাম, এটি আমার জন্য বিশেষ একটি ম্যাচ। ‘
তিনি আরও বলেন, ‘দেশের জন্য আমি খুব উদ্বিগ্ন কিন্তু খুশি যে আমি এখানে টেনিস খেলছি এবং জিতেছি। ‘
এর আগে, এলিনা রাশিয়ান খেলোয়ারের সঙ্গে খেলতে অস্বীকার করেছিলেন। গত সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে লিখেছেন, তিনি রাশিয়ান বা বেলারুশিয়ান কোনো খেলোয়াড়দের সাথে খেলবেন না এবং টেনিস সংস্থাগুলি তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আজকের ম্যাচটি ত্যাগ করবেন।
অবশ্য পরে তিনি খেলায় অংশগ্রহণ করেন। সূত্র : সিএনএন