নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ময়মনসিংহের নান্দাইল, চট্টগ্রামের বহদ্দরহাট, ফেনীর বসুরহাট, বাগেরহাটের ফকিরহাট, নওগাঁর আত্রাই ও সাপাহার, কুমিল্লার বরুড়া, নরসিংদীর রায়পুরা ও দিনাজপুরের ফুলবাড়িতে এনআরবিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সে বহদ্দারহাট উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। নান্দাইল উপশাখার উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।
এসময় প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার হারুনুর রশিদ, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন। নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।