300X70
শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দেশে এক দিনে করােনায় আরও ২১ জনের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সারাবিশ্বে এখন চলছে করোনার তৃতীয় ঢেউ। গত কয়েক দিন ধরে বাংলাদেশে আবারো বেড়েছে করোনা আক্রান্ত ও মৃত্যুর হাড়।

গত ২৪ ঘণ্টায় দেশে করােনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এই সময়ে করােনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের শরীরে। পরীক্ষার বিপরীতে শনাক্তে হার ৩১.১০ শতাংশ।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানাে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১০ হাজার ৩৭৮ জন। বিপরীতে শনাক্তের হার ৩১.১০ শতাংশ। শুক্রবার ১৫ হাজার ৪৪০ জন রােগী শনাক্ত হন। এছাড়া বহস্পতিবার ১৫ হাজার ৮০৭ জন, বুধবার ১৫ হাজার ৫২৭ জন শনাক্ত হন। আর মঙ্গলবার ১৬ হাজার ৬৬ জন রােগী শনাক্ত হন, যা দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

এ পর্যন্ত মােট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। মােট শনাক্তের হার ১৪.৩১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী।

এ নিয়ে দেশে করােনায় এ পর্যন্ত ২৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হলাে। নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগের ১ জন, রংপুর বিভাগে ২ ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

গত এক দিনে সিলেট বিভাগে কেউ মারা যায়নি করােনায়। এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন। এ নিয়ে মােট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করােনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করােনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতাে এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতাে করােনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ।

এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রােগী মারা যায়। ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। তবে সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। তবে ডিসেম্বরের শেষ থেকে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :