স্পোর্টস ডেস্ক: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর অধিনায়ক সন্দীপ লামিচানেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। কাঠমান্ডু পুলিশ স্টেশনে বুধবার লামিচানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বিষয়টি জানাজানি হয়। তিনি বর্তমানে জ্যামাইকা তাল্লাওয়াসের হয়ে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে। বিষয়টি জানার পর এই স্পিনারকে অব্যাহতি দিয়েছে দলটি। দলটির তিন ম্যাচের একটিও খেলেননি তিনি।
তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সন্দীপ। আপাতত খেলা ছেড়ে দেশে ফিরে এসে আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। এক ইনস্টাগ্রাম পোস্টে করে সন্দীপ লিখেছেন, আমি কোনও দোষ করিনি। নেপালের আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আপাতত আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। আমার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি দেশে ফিরে যাব। আশা করি সঠিকভাবে এই অভিযোগের তদন্ত করা হবে। কারোও প্রতি বৈষম্যমূলক আচরণ যেন না হয়।
এদিকে, ১৭ বছর বয়সি ওই নাবালিকা সন্দীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেছেন, কাঠমান্ডুর একটি হোটেলে তাকে ধর্ষণ করেছেন নেপালের অধিনায়ক। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে দু’বছর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। মোট ৯টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছিলেন এই স্পিনার। নেপালের একমাত্র খেলোয়াড় হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর থেকেই নেপাল ক্রিকেটের পোস্টার বয় হিসাবে উঠে আসেন সন্দীপ লামিছানে।