বাহিরের দেশ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনার আবহে গতবারের মতো এবারও ঈদ ভিন্ন আমেজে উদযাপিত হচ্ছে বিভিন্ন দেশে। তবে ফিলিস্তিনিদের জন্য সেই ভিন্নতার সঙ্গে যোগ হয়েছে ধ্বংসযজ্ঞ, স্বজন হারানোর বেদনা, ঘর হারা হওয়ার আশঙ্কা। এরই অংশ হিসেবে সকালে পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি।
আশঙ্কার মাঝেও আল-আকসা মসজিদে মুসল্লিদের ঢল নামে। কয়েক হাজার মুসল্লি জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। এদিকে ঈদের সকালেও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় তারা।
দখলদার ইসরায়েলি বাহিনীর হুমকি উপেক্ষা করেই মসজিদটিতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। গাজায় ক্রমাগত ইসরায়েলি বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল করেছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
গত কয়েকদিন ধরে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে যখন ফিলিস্তিনিরা ঈদুল ফিতর উদযাপন করতে বিভোর তখনও তাদের মনে অজানা এক আতঙ্ক, আশঙ্কা করছে। কেননা ইসরায়েলি হামলা থেমে নেই। বুধবার গভীর রাতেও গাজায় ভারী বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।
আল জাজিরার সাফওয়াত আল-কাহলৌত বলেন, প্রায় পুরো গাজা জেগে আছে। বুধবার গভীর রাত পর্যন্ত চলে বোমাবর্ষণ। কিছুক্ষণ পর পর বিস্ফোরণের বিশাল শব্দ শুনতে পাওয়া যায়। এসময় ভবনগুলো কেঁপে ওঠে।
এদিকে হামাস বুধবার তাদের শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তাদের মধ্যে রয়েছে গাজা সিটিতে গ্রুপটির সামরিক প্রধান বাসেম ঈসা। ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, আরও চারজন শীর্ষ হামাস থেকে নিহত হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছে ৬৭ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। আহত হয়েছে ৩৬৫ জন। গাজার আবাসিক এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়েছে বেশ কিছু বহুতল ভবন।