ডেস্ক রিপোর্ট : ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে কোটা সংস্কার আন্দোলনের কারণে পদত্যাগ করতে হয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য বিদেশি সহায়তা পাওয়ার পথ সুগম করা থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোকেও বিদেশের মাটিতে মোকাবিলা করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এজন্য বিদেশি বন্ধুদের সঙ্গে নতুন সরকারকে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে হবে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৈশ্বিক যে উদ্বেগ রয়েছে, সেটি দূর করার ক্ষেত্রে এটি একটি সুযোগ হতে পারে। একইসঙ্গে পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সম্মান ও সমকক্ষ মর্যাদার বিষয়টিও প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন তারা।
তাদের মতে, বাংলাদেশকে কেন্দ্র করে ভূ-রাজনীতির বৃহৎ শক্তিদের স্বার্থের কোনও পরিবর্তন হবে না। সেজন্য বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে জাতীয় স্বার্থ বাস্তবায়ন বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, ‘কূটনীতিতে একটি দেশ যখন অন্যদেশের কাছে বড় ধরনের কোনও সাহায্য প্রত্যাশা করে, তখন দেশটির দর কষাকষির সুযোগ কমে যায়।’
বড় ধরনের কোন সাহায্য প্রত্যাশা কী জানতে চাইলে তিনি বলেন, ‘ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্য সাহায্য চাওয়া থেকে শুরু করে বৃহৎ অংকের অর্থ ঋণ চাওয়াটা বড় সাহায্যের মধ্যে পড়ে।’
এ অবস্থায় কি করনীয় জানতে চাইলে তিনি বলেন, ‘একটি দেশ ছোট না বড়, সেটির থেকে বড় বিবেচনা হচ্ছে দেশ দুটির মধ্যে বন্ধুত্ব আছে কিনা। যদি ওই বন্ধুত্বের সুযোগ নিয়ে কোনও সরকার বাড়তি কোনও প্রত্যাশা করে, তবে অপর দেশটি এর সুযোগ নেবে।’ আরেকজন কূটনীতিক বলেন, ‘২০০৯ থেকে ২০১৩ মেয়াদের বৈধতার কারণে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত দৃঢ় পররাষ্ট্রনীতি ছিল। সে কারণেই ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য মামলাও করতে পেরেছিল।’কিন্তু পরবর্তী ত্রুটিপূর্ণ নির্বাচন এবং বিভিন্নমুখী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে আওয়ামী লীগ সরকারের মর্যাদা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়, যেটি পরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সরকার কিছুটা ঢাকার চেষ্টা করে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘ত্রুটিপূর্ণ নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।’
বিদেশিদের প্রতিক্রিয়া :
বাংলাদেশের প্রতি আগ্রহী দেশগুলো প্রকাশ্যে বা গোপনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে। মোটা দাগে বলা যায়, পশ্চিমা বিশ্বের দেশগুলোর বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফেরত আসা, সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার প্রতিষ্ঠার ওপর জোর দেবে।
এরমধ্যে যুক্তরাষ্ট্রের হয়তো চাওয়া হতে পারে বাংলাদেশ তাদের ইন্দো-প্যাসিফিক কৌশলে বড় একটি অংশীদার হবে। অন্যদিকে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত ও চীনের যে প্রভাব বলয় বিস্তার করার প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে।
এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, ‘প্রতিটি দেশ জাতীয় স্বার্থ অনুযায়ী চলে। বাংলাদেশে পট-পরিবর্তনের কারণে তাদের স্বার্থের পরিবর্তন হবে না। কিন্তু যে প্রক্রিয়ায় এবং বাংলাদেশে যাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, সেটির পরিবর্তন হবে।’ আরেকজন কূটনীতিক বলেন, ইউরোপিয়ান দেশগুলো মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশে স্বাধীনতাসহ অন্যান্য বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর। তারা চাইবে বাংলাদেশে এটি দ্রুত ফেরত আসুক।
অন্যদিকে গণতন্ত্র ও অন্যান্য মূল্যবোধের পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের বৃহৎ ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে পাশে চাইবে। বাংলাদেশের ওপর ভারত ও চীনের প্রভাব বিস্তারের বিষয়ে আরেকজন কূটনীতিক বলেন, ‘এটি পরিবর্তন হওয়ার কোনও সুযোগ নেই এবং এটি অব্যাহত থাকবে। তবে কৌশল ও খেলোয়াড়ের পরিবর্তন হতে পারে।‘
ভারতের রাজনৈতিক শক্তি, চীনের অর্থনৈতিক সক্ষমতা : ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশকে সরাসরি সহায়তা দিয়েছিল ভারত। নিকট বৃহৎ প্রতিবেশী, সংস্কৃতি, মানুষে-মানুষে যোগাযোগ, বাণিজ্যসহ বিভিন্ন কারণে বাংলাদেশের ওপর রাজনৈতিক প্রভাব রয়েছে ভারতের। অন্যদিকে চীনের রয়েছে অর্থনৈতিক সক্ষমতা। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
এ বিষয়ে সাবেক আরেকজন কূটনীতিক বলেন, ‘এটি কোনও গোপন বিষয় নয় যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার বিষয়টি ভারতের পছন্দ। এখন যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে, তাদের উদ্দেশ্য হবে নতুন সরকারের সঙ্গে দ্রুত সম্পর্ক তৈরি করা এবং বাংলাদেশে যেন অতিরিক্ত মাত্রায় ভারত-বিরোধী মনোভাব গড়ে না উঠে।’অন্যদিকে চীন চাইবে বাংলাদেশে তাদের যে অবস্থান আছে, সেটিকে আরও সংহত করা এবং সেজন্য তারা তাদের অর্থনৈতিক সক্ষমতা ব্যবহার করতে পারে বলে তিনি জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে এ মুহূর্তে অর্থনৈতিক চ্যালেঞ্জ চলছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার সংকট। এ বিষয়ে চীন তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে, তবে এটি অবশ্যই হবে শর্তযুক্ত সাহায্য।’
বাংলাদেশে জাপানেরও বড় ধরনের অর্থনৈতিক স্বার্থ রয়েছে। এরমধ্যে তাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ ছাড়াও মাতারবাড়িকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল প্রদেশগুলো, নেপাল ও ভুটানকে নিয়ে তাদের যে পরিকল্পনা সেটির বাস্তবায়নের জন্য তারাও অর্থনৈতিক সহায়তা করতে পারে বলে তিনি জানান। তবে বিষয়টি নির্ভর করবে সামগ্রিকভাবে নতুন সরকার কীভাবে বিষয়টি চিন্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতার ওপর বলে তিনি জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা : একটি সফল পরিকল্পনা চিন্তা করা এবং সেটির বাস্তবায়নের জন্য দরকার সক্ষমতা। সঠিক জায়গায় সঠিক ব্যক্তির পদায়ন না থাকলে সঠিক পরিকল্পনাও করা যায় না এবং ভালো পরিকল্পনার বাস্তবায়নও সম্ভব হয় না।
এ বিষয়ে আরেকজন সাবেক কূটনীতিক বলেন, ‘সামগ্রিক পরিকল্পনা সরকারের হলেও সফল বৈদেশিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষম পররাষ্ট্র মন্ত্রণালয় দরকার। এজন্য পেশাদার কূটনীতিকদের ঠিকমতো ব্যবহার করতে হবে।’
সূত্র : বাংলা ট্রিবিউন, প্রতিবেদনটি তৈরী করেছেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক শেখ শাহরিয়ার জামান।