বাহিরের দেশ ডেস্ক: এক দল গবেষক ভারতে নদী ও লেকের পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন।ভারতের গুজরাট রাজ্যের সাবরমতী নদী ও দুইটি লেকের পানিতে করোনার অস্তিত্ব পায় ভারতীয় প্রতিষ্ঠান আইআইটি-গান্ধীনগরের গবেষকদের পরিচালিত এক গবেষণায়।
পানিতে থাকা ভাইরাসগুলো জীবিত নাকি মৃত সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ইউনিসেফের অর্থায়নে গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন প্রফেসর মনিশ কুমার সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে বিপর্যয় এড়াতে আরও গবেষণার প্রয়োজন। খবর ইন্ডিয়া টুডে’র।
নদী ও লেকের পানিতে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর এসব পানির নমুনা আরও পরীক্ষা করে দেখতে গুজরাটের বায়োটেকনোলোজি রিসার্চ সেন্টারে (জিবিআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (এএমসি)।