প্রতিনিধি, নরসিংদী : ঈদ সামনে রেখে সরকার লকডাউন শিথিল করেছে। তাই কোরবানি কে সামনে রেখে বসছে হাট। মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বসে অস্থায়ী গরুর হাট। কমিটির পক্ষে মাইকিং করে মাস্ক পড়তে অনুরোধ করা হলে এসব হাটে আসা অধিকাংশ লোকই মাস্ক পড়ছে না।
রবিবার (১৮ জুলাই) এ হাটে কোরবানির গোরু দূর-দূরান্ত থেকে বিক্রেতারা নিয়ে আসেন।
গরু বিক্রেতা কামাল হোসেন বলেন, লকডাউন এর জন্য বাজার মন্দা যাচ্ছে। গোরু বেশি ক্রেতা কম। আমি এ হাটে পাঁচটি গোরু আনছি। আশা করছি বিক্রি করতে পারবো।
আরেক গরু বিক্রেতা সোলমান বলেন, আমি তিনটি গোরু আনছি। আমি যত্ন করে গরু গুলো পালছি। এখন সঠিক দাম না পেলে ক্ষতিগ্রস্ত হবো।
গোরু ক্রয় করতে আসা কালাম প্রধান বলেন, আমি মাধবদী থেকে বালাপুর হাটে এসে সত্তুর হাজার টাকা দিয়ে একটি দেশি ষাঁড় গোরু কিনলাম। হাট ভালোই জমেছে।
হাটে আসা অধিকাংশ লোকই মাস্ক পড়েনি। যদিও হাট কমিটির পক্ষে মাইকিং করে মাস্ক পড়তে অনুরোধ করা হয়।
গোরু হাট দেখতে আসা জামান কে প্রশ্ন করা হয় আপনি মাস্ক পড়েননি কেন (?) জবাবে তিনি বলেন -মাস্ক পড়া ভালো কিন্তু মাস্ক পড়লে আমার শ্বাস বন্ধ হওয়ার মতো লাগে। তবে এখন থেকে পড়বো।
এবিষয়ে জানতে চাইলে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হাশেম বলেন- এবারের হাটে গরু আসলেও এখন পর্যন্ত বেচা-কেনা কম। পাশের ইউনিয়ন নুরালাপুর ও হাট বসাতে আমরা আশানুরূপ ফল পাবো কিনা সন্দেহ। তবে গরুর হাটে অভিভাবকদের সাথে আসা শিশুদের মাঝেই ছিল ঈদের প্রকৃত আনন্দ!