নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সময়ের দর্পণ সম্পাদক এ এফ এম শোয়ায়েবকে সভাপতি, কালের কন্ঠ ও রূপসী বাংলা’র মাঈন উদ্দিন দুলালকে সিনিয়র সহসভাপতি, মানব জমিন ও আমাদের কুমিল্লা’র তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, স্বদেশ প্রতিদিন ও ডাক প্রতিদিনের কেফায়েত উল্লাহ মিয়াজী’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
২৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সমাজ কন্ঠ ও ম্যাক টিভি’র এ এইচ এম আবুল খায়ের, সহ-সধারণ সম্পাদক যায়যায় দিন ও কুমিল্লার কাগজের বারী উদ্দিন আহম্মেদ বাবর, অর্থ সম্পাদক আমাদের অর্থনীতি’র আলা উদ্দিন, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার ইমরান হোসেন সোহান, সমাজ কল্যাণ সম্পাদক বিজয় টিভি’র আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের নাঙ্গলকোট সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, সাহিত্য সম্পাদক জনকন্ঠের শাহানা ফেরদৌস কলি, ক্রিয়া সম্পাদক সকাল বেলা ও বর্তমান টিভির শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কুমিল্লার সংবাদের এ কে এম মারুফ হোসেন।
সদস্য সাপ্তাহিক নাঙ্গলকোটের খোরশেদ আলম, প্রথম প্রহরের অধ্যাপক নজির আহম্মদ, ভোরের ডাক ও ময়নামতির রতন মজুমদার, আলোকিত বাংলাদেশের সোহরাব হোসেন, নাঙ্গলকোট টাইমস সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, দৈনিক বিজয় বাংলাদেশ প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, এশিয়ান টিভির জসিম উদ্দিন চৌধুরী নিলয়, সিএন নিউজের রবিউল হোসাইন রাজু, নাঙ্গলকোট এক্সপ্রেসের ত্বোহা হাছান স্বাধীন, সকালের সময় ও নিউজ টেনের তাজুল ইসলাম মিয়াজী, আলোকিত সকালের আব্দুর রহিম বাবলু, বাংলাদেশ সমাচার ও মেঘনা টিভির হুমায়ুন কবির, ফাল্গুণী টিভির প্রভাষক বাকের আহম্মদ মজুমদার, লাল সবুজের দেশ মুকুল মজুমদার, দৈনিক সংবাদের সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত, মিষ্টি বিতরণ ও নব নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব সদস্য বৃন্দ।