নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বিঘার দিঘী দখল নিয়ে বিরোধের জের ধরে মকলেছুর রহমান (৫০) হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার কেেরছ র্যাব। গতরাতে করিমপুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন লারপুর উপজেলার অর্জুনপাড়া গ্রামেরমৃত এলাহী বক্সের ছেলে এরশাদ আলী, ঈশ্বরপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ মন্টু এবং বকতার আলীর ছেলে মোঃ সিদ্দিক।
সিপিসি-২ নাটোর ক্যাম্প র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন বলেন, শুক্রবার ভোরে লারপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার একটি খাস দিঘীর দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ ঘটনার জের ধরে শুক্রবার (২৯ অক্টোবর ) ভোর ৫ টা ৪৫ মিনিটের দিকে মকলেছুর রহমান তার নিজ বাড়ির বাইরে থাকা টয়লেটে যাওয়ার সময় বাদশাহ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালালে সে গুরুতর আহত হয়পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলে র্যাব ওই তিনজনকে গ্রেফতার করে।