আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিকের আধুনিক মাছ চাষের কলাকৌশলের উপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিউটিউটের আয়োজনে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য গবেষণা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিনা ইয়াসমিন, ড. জুনায়রা, ড. এইচএম কোহিনুর, ড. এনামুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন গণমাধ্যমকর্মী মোঃ ফজলুল হক ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), হান্নান মাহমুদ (আমাদের সময়), হাজী রফিকুল ইসলাম খোকন (মানবজমিন), ইলিয়াছ উদ্দীন ফকির রঞ্জু (আমার দেশ), হুমায়ুন কবির ভুঁইয়া (যায় যায় দিন), মোঃ বিল্লাল হোসেন (দৈনিক দেশের খবর), এসএ রুহুল আমিন (নতুন সময়টিভি), জহিরুল ইসলাম লিটন (দ্যা মর্ণিং গ্লোরি), মোঃ সিরাজ উদ্দীন (নান্দইল টাইমস), মিন্টু মিয়া (দৈনিক ইকরা), আমিনুল ইসলাম আশিক (দৈনিক তৃতীমাত্রা), জহিরুল ইসলাম (দৈনিক আলোর জগত), আকরাম হোসেন (দৈিনক স্বাধীন বাংলা), রিপন চন্দ্র বর্মন (দৈনিক স্বজন), মোশারফ হোসেন (স্টাফ রিপোর্টার নান্দাইল টাইমস ২৪ ডটকম), আবুল কালাম আজাদ (ভোরের অপেক্ষা), এইচ এম মিজান ( স্টাফ রিপের্টার নান্দাইল টাইমস), তৌহিদ সরকার (দৈনিক দিগন্তর), আর এন শ্যামা (বাংলার প্রতিদিন), শাহ জসিম উদ্দীন (জনতার কণ্ঠস্বর), মোঃ শামসুল হক ভুইয়া প্রমুখ (দৈনিক অগ্নিশিখা)।