আর এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) : মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২ আওতায় ৩য় পর্যায়ে ২য় ধাপে নান্দাইলে মুর্জিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) ভার্চুয়াল (ভিডিও কনফারেন্স) এর মাধ্যমে ২১জন ভূমিহীন ও গৃহহীনকে ২ শতাংশ জমি, কবুলিয়ত ও রেজিষ্ট্রিকৃত জমির দলিল এবং সেমিপাকা ঘরের চাবি হন্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্ভোধনীয় অনুষ্ঠানের পূর্বে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া প্রমুখ।
পরে প্রধানমন্ত্রী ভার্চুয়াল (ভিডিও কনফারেন্স) এর মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে সারাদেশের ন্যায় নান্দাইলে ২১টি ভূমিহীন পরিবারের নিকট জমি সহ গৃহ হন্তান্তর শেষে ভোক্তভোগীদের সাথে সরাসরি কথা বলেন এবং ভোক্তভোগীরা তাদের কষ্টে কথা বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দোয়া ও চিরকৃতজ্ঞা প্রকাশ করেন।