আরএন শ্যানা, নান্দাইল: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ‘জাস্ট ম্যারিড’ গ্লোবাল ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও মসজিদের ইমামদেরকে নিয়ে সচেতনতামুলক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া শাখার ম্যানেজার সুমন রুরামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ওয়ার্ল্ড ভিশনের অন্যতম প্রোগ্রাম অফিসার মো. জামিল উদ্দিন, সাংবাদিক আলম ফরাজী প্রমুখ।
বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ সহ সাংবাদিকগণ প্রত্যেকের নিজ নিজ আঙ্গুলে মোটা কালো মার্কার পেন দিয়ে “রিং ফিঙ্গার” নামে একটি করে গোল বৃত্ত আঁকে বাল্যবিবাহকে “না” বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে দায়িত্বরত গ্রাম পুলিশ তথা চৌকিদারকে ডেকে তাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করতে বলেন। শুধু তাই নয় তাদেরকে একটি করে টর্চ লাইট সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করে মাঠ পর্যায়ের প্রতিটি বাল্যবিবাহের খবর তুলে এনে বাল্যবিবাহ প্রতিরোধ করে তা একেবারে নির্মূল করার আহব্বান জানান।