আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে সকাল দশটায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:হাসান মাহমুদ জুয়েল,পৌরসভার মেয়র মো: রফিক উদ্দিন ভূইয়া।
র্যালী শেষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ দেরকে নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।