সংবাদদাতা, কুমিল্লা: নামাজে দাড়ানো অবস্থায় মসজিদে ঢুকে সোলেমান (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
কুমিল্লার বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকার মসজিদে এই ঘটনা ঘটে। আহত সোলেমান নাজিরা বাজার এলাকার সেলিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় বুড়িচংয়ের নাজিরা বাজার বাইতুর রহমান জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায় সোলেমান।
নামাজে দাঁড়াতেই একদল দুর্বৃত্ত মসজিদে ঢুকে ছুড়ি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত সোলেমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।