ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ:
লোকাল বাস ভাড়া নিয়ে সংকটে যাত্রীরা।সকালে মুক্তিযোদ্ধা পজন্ম পরিবহন ও চিটাগাংরোড থেকে ছাড়া এইসব গাড়ীতে নিম্মতম ভাড়া নিয়ে বিতর্ক চলছে। যেখানে আগে চিটাগাংরোড থেকে সাইনবোর্ড ভাড়া ছিল ৫ টাকা এখন সেখানে নেওয়া হচ্ছে ১০ টাকা। জাহাঙ্গীর আলম নামক এক যাত্রী বলেন সরকার পরিবহন গুলোতে শতভাগ যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দিলেও পরিবহন গুলো আমাদের কাছে ভাড়া নিচ্ছে ডাবল।
গাউছিয়া থেকে ছেড়ে আসা মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিবহনের ড্রাইভার ও কন্টাকটরের সাথে কথা বলতে গেলে তারা যানায় এখন আর ৫ টাকা ভাড়া নেই সর্বনিম্ন ১০ টাকা আমাদের এই পরিবহন মুক্তিযোদ্ধা পরিবহন আমরা ৫ টাকার যাত্রী নেইনা। এদিকে চিটাগাংরোড থেকে যাত্রাবাড়ী চলে এমন লেগুনা ড্রাইভার এর সাথে কথা বলে যানাযায় তারাও সর্বনিম্ন ১০ টাকা ভাড়া নিচ্ছে ।
তবে সর্ব সাধারণ যাত্রীদের মতে সব গুলো লোকাল পরিবহন ভাড়া আর আগের মতো নিচ্ছেনা। তারা লকডাউনে যে ভাবে ৫ টাকার ভাড়া ১০ টাকা নিতো এখনো তাই নিচ্ছে। এতেকরে সাধারন যাত্রীরা সংকটে তাই তারা লোকাল পরিবহন গুলোতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।