ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ধামগড় ইউনিয়নের ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। গতকাল সোমবার (১৪ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে এ সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্দর উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) আসমা সুলতানা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস সোনারগাঁ জোনাল অফিসের আওতাধীন বন্দর উপজেলায় এলাকায় অবৈধভাবে বিদ্যমান গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের পরিচালনার দায়িত্ব পালন করেন। এসময় নিরাপত্তার স্বার্থে পুলিশ ও র্যাব যৌথবাহিনী সঙ্গে ছিলেন।