নিজস্ব প্রতিবেদক: এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক ওয়াসিম এবং একুশে পদক প্রাপ্ত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা এস এম মহসীন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় প্রয়াত অভিনেতাদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, নায়ক ওয়াসিম ও অভিনেতা এস এম মহসীন-এর মৃত্যুতে দেশের অভিনয় শিল্পে অপূরণীয় ক্ষতি হলো। তারা দীর্ঘ দিন বেঁচে থাকবেন তাদের কর্মের মাঝে।
এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক ওয়াসিম এবং একুশে পদক প্রাপ্ত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা এস এম মহসীন-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ ।