নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
রাজধানীর নিউমার্কেট এলাকায় র্যাবের অভিযানে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার করেছে ।
গতকাল শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার নিউমার্কেট থানাধীন নীলক্ষেত বাকুশাহ এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক @ সুমন (৪০) নামের বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট প্রস্তুত চক্রের ১ জন সদস্যকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ৬৫টি ভূয়া সার্টিফিকেট, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কীবোর্ড, ১টি প্রিন্টার ও ১টি মাউস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, জাল ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন ধরনের জাল দলিল পত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।