নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর গুলশানের নিকেতনের একটি বাসায় এসি বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকালে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে। দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৮) ও মিজান (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, গুলশানের নিকেতন থেকে এসি বিস্ফোরণের দগ্ধ অবস্থায় দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে আর একজনের চিকিৎসা চলছে। তার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। গোপাল মল্লিকের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ গোপাল মল্লিকের বাবা দ্বিজেন মল্লিক ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর এলাকায়। ফায়ার সার্ভিস থেকে আমাকে ফোন করা হয়েছিল এসি বিস্ফোরণে আমার ছেলে দগ্ধ হয়েছে। সে নিকেতনে চাকরি করতো। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে এখন পর্যন্ত জানতে পারিনি। আমি এখনও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পৌঁছাতে পারিনি, রাস্তায় আছি।