চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর মুরাদপুরে পা পিছলে নালায় নিখোঁজের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ হওয়া ব্যবসায়ী সালেহ আহমদের (৫০)।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ হাসানুল আলম শুক্রবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা অভিযান চালিয়েছিলাম। রাতে অভিযান বন্ধ ছিল। তার কোনো খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে ওই ব্যবসায়ীর সন্ধানে অভিযান শুরু করেছি। আজ আমরা শমসেরপাড়া এলাকায় খাল ও নালায় উদ্ধার অভিযান চালাচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।