মোহাম্মদ রাজীব, কুবি : ‘শুধুমাত্র আর্থিক লেনদেন দুর্নীতির পরিচায়ক নয়। বরং প্রতিটি নাগরিক তার অর্পিত দায়িত্ব যথাযথ পালন না করাও দুর্নীতির অংশ। কাজেই সকলের উচিত পরিপূর্ণভাবে দুর্নীতিকে প্রতিরোধ করা।’
আজ বুধবার (২১জুন) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দুর্নীতি বিরোধী র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. এ এফ এম আবদুল মঈন।
এবারের র্যালির মূল প্রতিপাদ্য ছিলো ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’। এর আগে র্যালিটি সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।
এর পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির দুর্নীতির ভয়াবহতা বর্ণনা করে বলেন, ‘বাংলাদেশের দুর্নীতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে পানের দোকানে পান নিতে গেলে অন্যমনস্ক হলেও পঁচা সুপারি দিয়ে দেয়। আমরা আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলবো যাতে করে তারা যখন কর্মক্ষেত্রে যাবে তখন যেন দুর্নীতি থেকে বিরত থাকে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।’
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, নীতি এবং নৈতিকতা বহির্ভূত যেকোন কাজই হলো দুর্নীতি । সারা বছর ধরে চলমান দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই দুর্নীতি বিরোধী র্যালি। এই র্যালির উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা।
এ সময় ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট জিল্লুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।