নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পবিত্র মাহে রমজন উপলক্ষে সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)-এর উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাজধানীর ঢাকা মহানগরের উত্তরা পূর্ব থানা ও পশ্চিম থানা আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ চিকিৎসা চাই( নিচিচা)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার যুবরাজ খান। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) মহাসচিব উম্মে সালমা। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর নিরাপদ চিকিৎসা চায় (নিচিচা)-এর সভাপতি রায়জুল ইসলাম লিটন।
এসময় উত্তরা পূর্ব থানার সভাপতি মোঃ রাজু আহমেদ, উত্তরা পূর্ব থানা সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান বান্না, উত্তরা পশ্চিম থানা সভাপতি পারভেজ গাজ, উত্তরা পশ্চিম থানা সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।