সুমাইয়া আকতার : মাতৃত্বের স্বাদেই পরিপূর্ণতা লাভ করে একজন মায়ের জীবন।প্রযুক্তিগত উন্নয়ন আর বিশ্বায়নের যুগেও হাজারো মায়ের অকালেই প্রাণ যাচ্ছে গর্ভকালীন সময়ে।পরিবারিক কুসংস্কার,জ্ঞাণের স্বল্পতার কারনে দীর্ঘদিন যাবত সমস্যায় ভুগে গর্ভপাত এবং মৃত্যুহার বাড়ছে। তাছাড়াও পারিবারিক কলহের জোরে নারীদের বিশেষ যত্ন নেয়া হয়না গর্ভকালীন ও প্রসবের সময়ে।এ সময়গুলো শারিরীক মানসিক অবস্থা অন্যান্য দিনগুলোর মত থাকেনা।বেশি হতে দেখা যায় মুড সুইং। বর্তমান যুগে স্বনির্ভরতা,কর্মসংস্হান,বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক সংস্হাগুলোর আন্ত সুযোগসুবিধা বেড়েছে,বাড়েনি সামাজিক মূল্যবোধের প্রসারতা।পরিবারের বেশিরভাগ মানুষই জানেনা মুড সুইং কেন হয়।
জাতিসংঘের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এই হার মূলত স্থবির ছিল। কিন্তু এই সময়ে কিছু অঞ্চলে তা বাড়তে দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতিবেদন অনুসারে, উল্লিখিত ২০ বছরের মধ্যে বিশ্বে সামগ্রিকভাবে মাতৃমৃত্যুর হার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ২০০০ সালে বিশ্বে প্রতি ১ লাখ শিশু জন্মের সময় ৩৩৯ জন মায়ের মৃত্যু হতো। ২০২০ সালে এই মাতৃমৃত্যু কমে ২২৩ জনে দাঁড়ায়।
তার মানে হলো, গর্ভাবস্থা বা প্রসবজনিত জটিলতায় ২০২০ সালে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ জন নারীর মৃত্যু হয়। অর্থাৎ প্রতি ২ মিনিটে প্রায় একজন নারীর মৃত্যু হয়েছে।ভাগ মৃত্যুই মূলত রক্তক্ষরণ ও খিঁচুনির কারণে হয়ে থাকে।
পরিসংখ্যান থেকে আরো জানা যায়, বাংলাদেশে শতকরা ৬৮ ভাগ গর্ভবতী নারী ১টি প্রসবপূর্ব (এএসসি) সেবা এবং ২৬ ভাগ নারী ৪টি প্রসবপূর্ব সেবা গ্রহণ করে থাকেন। গর্ভকালীন সময় শতকরা ১৫ জন নারীই নানা রকম ঝুঁকিপূর্ণ জটিলতায় ভোগেন, যা মাতৃমৃত্যুর জন্য দায়ী।
সরকারি কর্মজীবি মায়েরা মাতৃত্বকালীন ছুটি পেলেও শ্রমজীবি মায়েরা ছুটি পাননা।সন্তান প্রসবের আগে এবং পরেও তারা মাত্র সপ্তাহ দুয়েক ছুটি পান,নিজের শরীরের যত্ন যেন তাদের জন্য অকল্পনীয়।মূলত: গর্ভকালীন জটিলতা, দক্ষ স্বাস্থ্যসেবা দানকারীর অনুপস্থিতি, প্রয়োজনীয় যত্নের অভাব, এ বিষয়ে পরিবারের অসচেতনতা, প্রসব-পরবর্তী সেবাযত্নের অপ্রতুলতায় একজন মাকে ঠেলে দিচ্ছে সীমাহীন অনিশ্চয়তা, দুর্ভোগ আর কষ্টের মুখে।
বাংলাদেশে গর্ভধারণের ৪২ দিন পর্যন্ত দুর্ঘটনা ছাড়া মায়ের মৃত্যুকে মাতৃমৃত্যু বলা হয়। মৃত্যুর পরোক্ষ কারণগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ক্যানসার, স্থূলতা, যক্ষ্মা, রক্তস্বল্পতা, হেপাটাইটিস-বি, বেশি বয়সে প্রথম সন্তান ও বেশি সন্তান নেওয়া, এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ইত্যাদি।
এসব মোকাবেলা করতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ৫৯টি জেলা হাসপাতাল, ৬৮টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এবং ১৩২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব জরুরী প্রসূতি সেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণই হলো নিরাপদ মাতৃত্ব। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ সরকার মিডওয়াইফের মাধ্যমে নিরাপদ মাতৃ স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি এবং জরুরি প্রসব সেবাসহ প্রসবকালীন জটিলতায় সঠিক রেফারেল সেবা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
মায়ের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রথম সন্তান প্রসবের পর তিন বছর বিরতি নেওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের।
একই সঙ্গে গর্ভবতী মায়েদের ভারী জিনিস বহন না করা, নিয়মিত টিকা নেয়ার পাশাপাশি অ্যান্টিনেটাল কেয়ার বা পোস্ট নেটাল কেয়ার নেয়া এবং বাড়িতে প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত ক্লিনিক ও হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের প্রতি আহ্বান অধিপ্তরের। পাশাপাশি গর্ভকালীন সময়ে সুষম খাবার ও পর্যাপ্ত বিশ্রাম প্রসূতি ও তার অনাগত সন্তানের জন্য খুবই প্রয়োজন।
জ্ঞান-বিজ্ঞাণের উৎকর্ষের যুগে মাতৃমৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই নিরাপদ মাতৃত্ব আমাদের একান্ত কাম্য হওয়া উচিত।সর্ব পরিসরের সকল স্তরের মানুষ সচেতন হলে নিরাপদ হয়ে উঠবে মাতৃত্ব।নারীর জন্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হোক এবং সংরক্ষিত হোক নারীর অধিকার।
লেখক : শিক্ষার্থী সরকারি বিএম কলেজ, বরিশাল।