300X70
শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নির্বাচনের আগে কোনো চুক্তিতে যাচ্ছি না: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
sahana akter
আগস্ট ১২, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গে নতুন কোনো চুক্তি বাংলাদেশ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা স্বাধীন অবস্থায় আছি। এতে অনেকের অসুবিধা হতে পারে।

আমরা ব্যালান্সড পলিসি চালিয়ে আসছি। নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো চুক্তিতে যাচ্ছি না।’
তিনি বলেন, ‘আপনারা আমেরিকার পক্ষে তড়িঘড়ি হৈচৈ করেন কেন? আপনারা আমেরিকার হয়ে চাপ দিচ্ছেন। আপনারা দেশের হয়ে ভবিষ্যৎ নিয়ে কাজ করেন।

আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি শক্তির পরামর্শেও চলিনি। আমরা নির্বাচন করব, আমাদের আইনে, শাসনতন্ত্র নিয়মে। নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর হয়, সে জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।

আমরা ভোটার আইডি কার্ড ফটো দিয়ে তৈরি করেছি। কারণ আজিজ মার্কা এক কোটি ২৩ লাখ ভুয়া ভোট আমরা করতে চায়নি। এ জন্য এখন ফটো আইডি করেছি, আঙুল দেবেন, আপনার ব্যালট বের হবে। একটি উদ্দেশ্য হলো, যাতে ভুয়া ভোট না হয়। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত শক্তিশালী নির্বাচন কমিশন করেছি।

আমরা আজিজ মার্কা নির্বাচন কমিশন করিনি। তাদের প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচনে যত সিকিউরিটি আছে, তারা কোনো দলের প্রতি আনুগত্য থাকলে তাদের টার্মিনেট হবে। নির্বাচন বাতিল করারও ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। এ ধরনের শক্তিশালী নির্বাচন কমিশন বিশ্বের খুব কম দেশে আছে। অন্যান্য দেশে যে সরকার আছে, তাদের নেতৃত্বে নির্বাচন হবে।

ব্রিকস সম্মেলন ইস্যুতে মন্ত্রী বলেন, ‘ব্রিকসের সঙ্গে আলাপ হয়েছে, তারা এবার এক্সপান্সন করবে কি না? ব্রিকস যদি সদস্য পদ অফার করে, তাহলে আমরা নেব। ওরা দাওয়াত দিলে আমরা যাব। ব্রিকস সম্মেলনে ৭০টি দেশের প্রেসিডেন্ট, মন্ত্রীরা উপস্থিত হবেন। এতগুলো দেশের সঙ্গে সাক্ষাৎ হবে।’ এটা একটি ভালো জায়গা বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

প্রাইম ব্যাংক ও গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম ধর্ষণে কান ধরে উঠবস; পরেরবার মামলা হলে জমি দেওয়ার প্রস্তাব!

হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন সেনাপ্রধান

প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সঙ্কট মোকাবিলায় চট্টগ্রামে গমের অত্যাধুনিক স্টিলের গুদাম

২৮০০ কি.মি. ভ্রমণের পর বিমানে মিললো সাপ

বিএসএমএমইউতে প্রথমবারের মতো গর্ভাবস্থায় ভ্রুণের ত্রুটির ঝুঁকি নির্ণয় পরীক্ষা চালু

মিয়ানমারে পাকাপোক্ত অবস্থানে জেনারেলরা

বঙ্গবন্ধু নিজের নীতি, আদর্শ ও দর্শন থেকে কখনো বিচ্যূত হননি : মোস্তাফা জব্বার

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ ও লিবিয়ার মাঝে সমঝোতা

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ব্রেকিং নিউজ :