নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট কাটাতে উদ্যোগ নিচ্ছে শিক্ষা প্রশাসন। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে হওয়ার কথা দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগেই বড় শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। আসন্ন ঈদের পরেই শুরু হবে নিয়োগ কার্যক্রম।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগ হয় চলতি বছরের শুরুতে। প্রায় ৩৭ হাজার শিক্ষক যোগদান করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। এরপরও শিক্ষক সংকট দূর না হওয়ায় ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বৃহৎ শিক্ষক নিয়োগের আলোকে ফের বিভাগওয়ারি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এবার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বিভাগভিত্তিক। এবারে কতসংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হবে সেটি উল্লেখ করা হয়নি। তবে সাত হাজার শিক্ষক নিয়োগের কথা শোনা গেলেও লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের আগে আর শূন্য পদ যুক্ত হবে।সেক্ষেত্রে নিয়োগ দ্বিগুণও হতে পারে।
সম্প্রতি জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষকের পদশূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৮৫৮টি। বাকি পদগুলো সহকারী শিক্ষকের। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৪। গড়ে ৩৪ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য রয়েছেন একজন শিক্ষক।
প্রথম দু’টি বিজ্ঞপ্তির ছয় বিভাগে শিক্ষক নিয়োগের জন্য প্রথম ধাপে তিন লাখ ৬০ হাজার ৭০০ ও দ্বিতীয় ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮টি আবেদন জমা হয়েছে। চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া অন্য জেলার আগ্রহী প্রার্থীরা ২৪শে জুন থেকে ৮ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।