কুবি প্রতিনিধি : প্রথমবারের মতো আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ডুয়েট) ৬ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।
একই দিনে সকাল নয়টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) ৭ উইকেটে হারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।
এ দুটি খেলা আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় নোবিপ্রবি নির্ধারিত ১০ ওভারে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। এ খেলায় দলের পক্ষে ২৩ বলে ৪৪ রান করেন শফিউল আলম এবং বোলার ইকরাম হোসাইন ২ ওভারে ৮ রান খরচ করেন।
দ্বিতীয় খেলায় নির্ধারিত ১০ ওভারে ডুয়েট, কুবিকে ৮৬ রানের টার্গেট দেয় । জবাবে কুবি ক্রিকেট দল ৯০ রান সংগ্রহ করে জয়ের দ্বার প্রান্তে চলে যায়।ব্যাট্সম্যানদের পক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের মোঃ সাকিব সর্বোচ্চ ৩১ রান করেন এবং বোলাদের পক্ষে ইকরাম হোসাইন ২ ওভারে ৭ রান খরচ করে ১ উইকেট সংগ্রহ করেন।
উচ্ছ্বাস প্রকাশ করে ইকরাম হোসাইন বলেন,বিশ্ববিদ্যালয় জীবনে এই প্রথম আমরা ক্রিকেট খেলায় কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছি। এতে আমি অতি আনন্দিত ও বিহ্বলিত।আশা করছি কোয়ার্টার ফাইনালে আরো ভালো পারফরম্যান্স করতে পারব ইনশাআল্লাহ।
উল্লেখ্য,আগামীকাল সকাল আটটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।