নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ভীমপুর উচ্চ বিদ্যালয়, কারিগরি কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন ও ১৫০০ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ১৫০০ টিফিন বক্স বিতরণ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
শনিবার (২৮ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়।
এ সময় স্কুল কমিটির সভাপতি ও যুবলীগ নেতা বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, পৌর মেয়র নিজাম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়া ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু প্রমূখ। পরে অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে দুটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় দুই বিজয়ী শিক্ষার্থীকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হয়।