বাঙলা প্রতিদিন ডেস্ক : নৌকা মার্কায় ভোট না দিলেভোটারদের বাড়ির পানি ও বিদ্যুৎবন্ধের হুমকি দিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়ামাসুম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনেরনৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে এভাবেই হুমকি দিয়ে গতকাল শনিবারভোট চান শেখ ফরিদভূঁইয়া মাসুম। এরকম একটি ভিডিওইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে শেখ ফরিদ ভূঁইয়ামাসুমকে বলতে শোনা যায়, ‘নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে।এটা আপনারা মনে রাইখেন। নয়তোআপনাদের এই যে পানিআছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলো কিন্তু কিছু থাকব না।
এগুলা কিচ্ছু থাকব না, ঠিকআছে? আপনারা একটা জিনিস মনেরাখবেন। নৌকায় ভোট না দিলেখবর আছে।’