প্রতিনিধি, বরগুনা : নৌকার অস্থায়ী প্রচার কার্যালের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নৌকা সমর্থকরা দ্রুত সেখানে পৌঁছে প্রচার কার্যালয়ে অবস্থান নেয়।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বরগুনা পৌরশহরের ১নং ওয়ার্ডের চরকলোনী এলাকায় বিআরটিসি বাসস্টান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
শহীদ নামের একজন প্রত্যক্ষদর্শি জানান, দু’জন অজ্ঞাত যুবক হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
বাসস্টান্ড সংলগ্ন ব্যবসায়ী মশিউর রহমান জানান, হঠাৎ তিনি বিকট শব্দ শুনতে পান, এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তার দোকানে থাকা লোকজন ভীত হয়ে পড়ে।
খবর পেয়ে আওয়ামী লীগ নেতা-কর্মী ও নৌকা সমর্থকরা ওই এলাকার মিছিল নিয়ে এসে নির্বাচনী প্রচার কার্যালয়ে অবস্থান নেয়। এসময় তারা নৌকা নৌকা স্লোগান দিতে থাকে। পরে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে দাবি করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
প্রতিবাদ সভায় নৌকার প্রার্থী কামরুল আহসান মহারাজ উপস্থিত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
রাত ন’টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় পুলিশ ঘটনায় জড়িতদের ব্যাপারে খোঁজ খবর নেয়।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।