নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সফররত ভারতের সেনাবাহিনী প্রধান মনোজ পান্ডে আজ সোমবার (১৮ জুলাই) নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ভারতীয় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভারতীয় সেনাপ্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম আশরাফুল হক তাঁকে স্বাগত জানান।
সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান ভারতীয় সেনাপ্রধান মনোজ পান্ডের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাতকালে দুই দেশের সেনা ও নৌপ্রধান পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সফর শেষে ভারতীয় সেনাপ্রধান আগামী ২১ জুলাই ঢাকা ত্যাগের কথা রয়েছে।