লিহাজ উদ্দিন, পঞ্চগড় : যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
আজ রোববার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে থেকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী ও সিরাতুন্নাবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পবিত্র ঈদে মিলাদুন্নাবী ও সিরাতুন্নাবী (সা.) উদযাপন কমিটির পঞ্চগড় জেলা শাখার সভাপতি ড. আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতি আনম আব্দুল করিম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।