লিহাজ উদ্দিন, পঞ্চগড় : উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোবাইল নিয়ে দ্বন্দ্বে একজনকে হত্যা করেছে বখাটে এক যুবক। জানা যায়, চুরি যাওয়া মোবাইল ফেরত দেয়ার কথা বলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুলাল (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তীরনই হাট ইউনিয়নের ঠুনঠুনিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। দুলাল ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ মূল হত্যাকারী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মজিবুল্লাহ সৈকতকে (২৪) আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠুনঠুনিয়াপাড়া গ্রামের হযরত আলীর একটি সিম্ফনি স্মাট মোবাইল ফোন গত ২৮ জুন একই গ্রামের মজিবুল্লাহ সৈকত চুরি করে। মোবাইল চুরির সময় হযরতের চাচাত ভাই দুলাল দেখে ফেলে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঠুনঠুনিয়াপাড়া মসজিদের পাশে সৈকতের দেখা হলে দুলাল সৈকতকে মোবাইল চুরি করার কারণ ও হযরতের মোবাইলটি ফেরত দিতে বলে। এসময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সৈকত পকেট থেকে ধারালো অস্ত্র দিয়ে দুলালের পেটে একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুলাল অজ্ঞান হয়ে পড়ে।
এসময় ঘটনাস্থলে হযরতসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিল। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সায়েম মিয়া জানান, এ ঘটনায় জড়িত মূল হত্যাকারী সৈকতকে আটক করা হয়েছে।বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।