300X70
মঙ্গলবার , ২১ জুন ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ : ডিবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২১, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয়, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন হাফিজ আক্তার।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আর তিনদিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এ উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয়, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।’

এ সময় হাফিজ আক্তার সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে বলেন, ‘এত বেশি বৃষ্টি হচ্ছে যে, বন্যাকবলিত এলাকায় গলা পর্যন্ত পানি হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় পুলিশও কাজ করছে, যাতে নির্বিঘ্নে ত্রাণ দেওয়া যায়।’

এ ছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য পুলিশ কাজ করছে বলেও জানান ডিবির প্রধান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :