কোভিড-১৯ সংকট সময়ে সহায়তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকার লালমাটিয়াতে মোট ৬০ জন পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ত্রাণ ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এনভায়নমেন্ট অ্যান্ড সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইন্সিনেরেটর অল্টার্নেটিভস-গায়া এর সহযোগিতায় পরিচ্ছন্নতাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ ত্রাণ ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসডো, “বিল্ডিং জিরো ওয়েস্ট কমিউনিটিজ ফর এ পলিউশন-ফ্রি এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ”এই প্রকল্পের আওতায় দক্ষতা বৃদ্ধি কর্মসূচির ধারাবাহিকতারই একটি অংশ হিসেবে এই ত্রাণ ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রজেক্টটি জিরো ওয়েস্ট কমিউনিটি মডেল গড়ে তোলার জন্য গুরুত্ব আরোপ করে। https://zerowaste.esdo.org/
এসডো, পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা উপকরণগুলো সাহয্যে নিজেকে সুরক্ষিত রেখে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়েছিল।
পরিচ্ছন্নতাকর্মীরা পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কাজ করায় কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়েছিলেন। যার ফলে বর্জ্য সংগ্রহ এবং ব্যবস্থাপনা কর্মীদের সংখ্যা প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছিল।এই সময়ে কাজ হারিয়ে তারা অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। পরিচ্ছন্নতাকর্মীদের একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে এবং তাদের মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য এসডো এবং গায়া এই উদ্যোগটি নিয়েছে।
এই ত্রাণ ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, সিভিল সোসাইটি সহ লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং এসডো টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এসডো টিমের সদস্যরা পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ত্রাণ, স্বাস্থ্য এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করেb| যার মধ্যে ছিল রাবার গ্লাভস, গাম বুট, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। সম্মানিত অতিথি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর, সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন, বলেছেন যে, “বর্জ্য সংগ্রহকারী কর্মীরা আমাদের সমাজের অত্যন্ত মূল্যবান সদস্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।আমি এই উদ্যোগের জন্য এসডো এবং গায়া-কে ধন্যবাদ জানাতে চাই এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্ভাব্য উপায়ে তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে।”