নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানী ঢাকার পল্টনে গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল বিটিআরসি’র সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ কালো রংয়ের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট আমদানি, মজুত, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, করার অপরাধে অলিয়ার রহমান (৪০), সাইফুল ইসলাম (৩০), আনিস (৪৫) ও ফয়সাল (৩৩) নামের ৪ জনকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট হতে ৬টি অবৈধ কালো রংয়ের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট, ৬টি ওয়াকি-টকি সেটের চার্জার, ৪টি মোবাইল ও নগদ- ৫২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ অবৈধ কালো রংয়ের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ও সরঞ্জমাদি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আমদানি, মজুত, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।