কলকাতা থেকে মনোয়ার ইমাম: সব কিছু ঠিক থাকলে আগামী ১২ থেকে খুলতে পারে ইস্কুল সিধান্ত পশ্চিম বাংলা সরকারের।
আজ পশ্চিম বাংলার শিক্ষা মন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন য যে দীর্ঘ প্রায় এগারো মাস ইস্কুল করোনা ভাইরাস জেরে বন্ধ থাকার পর আগামী ১১ ফেব্রুয়ারী থেকে ফের পঠন পাঠান চালু করা যেতে পারে বলে জানিয়েছেন।
সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে পঠন পাঠান চালু করা হবে। এবং সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার।একই সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে কোন পড়ুয়া যেন কোন অবস্থায় করোনার কবলে না পড়ে।
তার জন্য প্রতিদিন ক্লাসরুম এ স্যানিটেশন করতে হবে।সব কিছু ঠিক থাকলে তবেই খোলা হবে ইস্কুল। দীর্ঘদিন ধরে পাঠন ও পাঠোন বন্ধ থাকার ফের চালু হোওয়ার খবরে খুশির হাওয়া বইছে ছাত্র ও ছাত্রীদের মধ্যে।