ওমর ফারুক রুবেল : বঙ্গবন্ধু পরিষদের পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সোনালী ব্যাংক লিঃ এর সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার কাউখালি উপজেলার ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড পারসাতুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের উপরে পরিকল্পিত হত্যার প্রচেষ্টা ও মালামাল লুটপাটের অভিযোগ ওঠা বিষয়ে সঠিক তদন্ত করতে প্রশাসনের কাছে এর ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের জনগন।
উল্লেখ্য গত ১০ ই জানুয়ারি রবিবার রাতে উপজেলার পারসাতুরিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল প্রবেশ করে। তাকে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একটি রুমে আটকে রাখে ডাকাত দল। এসময় ঘরের ৩ টি আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৮ লাখ ৫৭ হাজার টাকার স্বর্ণালংকার সহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়।
এব্যাপারে পরের দিন কাউখালি থানায় গিয়ে তার বড় ভাই নজরুল ইসলাম বাচ্চু বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অবস্থার অবনতি ঘটলে পরের দিন ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।