300X70
সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

২৫ম জাতীয় চারুকলা পুরস্কার পাচ্ছেন ২০ শিল্পী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৭, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

আজ পর্দা নামছে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনীর


নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে ২৮ মে- ১৭ জুলাই পর্যন্ত চলা ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী-২০২৩ এর আনুষ্ঠানিক সমাপনী আজ ১৭ জুলাই বিকাল ৫.০০ টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে শুরু হয় ২৫তম এ জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩।

আগামীকাল পর্দা নামতে যাচ্ছে প্রায় ২ মাস ব্যাপী (৫১ দিন)এ জাতীয় চারুকলা প্রদর্শনীর। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো আখতারুজ্জামান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম। প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করবেন শিল্পী মোস্তফা জামান মিঠু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্দ্ধে বাংলাদেশের চারুশিল্পীদের নির্বাচিত এসকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ৯৬টি, ছাপচিত্র ৩৯টি, আলোকচিত্র ২২টি, ভাস্কর্য ৬০টি, প্রাচ্যকলা ০৪টি, মৃৎশিল্প ০৬ টি, কারুশিল্প ১০টি, গ্রাফিক ডিজাইন ০৭টি, স্থাপনা শিল্প ৩৮টি, নিউ মিডিয়া আর্ট ১১টি, পারফরমেন্স আর্ট ০৩টি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ টি গ্যালারীতে চলছে এ প্রদর্শনী।

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এ প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়। আর সকল মাধ্যম মিলিয়ে ‘‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ২০২৩” শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।

উল্লখ্য যে মাধ্যম ভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লক্ষ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লক্ষ টাকা এবং গোল্ড মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে ছিলো স্পন্সরশীপ পুরস্কার।

২৫ম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এর পুরস্কার প্রাপ্ত শিল্পীরা হলেন (মোট পুরস্কার-২০টি):

জেসমিন আকতার, জয়তু চাকমা, সৈয়দ তারেক রহমান, সজীব কুমার দে- শ্রেষ্ঠ পুরস্কার (স্থাপনাশিল্প), নূসরাত জাহান- শ্রেষ্ঠ পুরস্কার (ছাপচিত্র), জিহাদ রাব্বি- শ্রেষ্ঠ পুরস্কার (গ্রাফিক ডিজাইন), ফারহানা ফেরদৌসী- শ্রেষ্ঠ পুরস্কার (কারুকলা), অসীম হালদার- শ্রেষ্ঠ পুরস্কার (মৃৎশিল্প), মো: আসাদুর জামান আসলাম মোল্লা- শ্রেষ্ঠ পুরস্কার (আলোকচিত্র), বাংলাদেশ পারফরমেন্ট আর্ট গ্রুপ- (সুজন মাহাবুব) শ্রেষ্ঠ পুরস্কার (গ্রুপ পারফরমেন্স আর্ট), আব্দুস সাত্তার- সম্মানসূচক পুরস্কার, নাঈমা আখতার- সম্মানসূচক পুরস্কার, রাউফুন নাহার রিতু- সম্মানসূচক পুরস্কার, মো: তরিকুল ইসলাম- সম্মানসূচক পুরস্কার, আশরাফুল হাসান- সম্মানসূচক পুরস্কার, ফারেহা জেবা- বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার, অনুকুল চন্দ্র মজুমদার- শিল্পী কালিদাস কর্মকার পুরস্কার, মোহাম্মদ হাসানুর রহমান- শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পুরস্কার, তানভীর পারভেজ- ভাষা শহীদ গাজীউল হক পুরস্কার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ১,২,৩, ৪,৫,৬,৭ নং গ্যালারীতে প্রদর্শনী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

এবারো বিকাশ পেমেন্টে কোরবানির পশু কেনা যাচ্ছে ঢাকা-চট্টগ্রামে

কোকা-কোলা বাংলাদেশে প্লাস্টিক দূষণকারীদের তালিকার শীর্ষে!

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গ্রেফতারের পর মুক্তি পেলেন

ডিজিবক্স নিয়ে এলো দারাজ

সেনাপ্রধান দিল্লি সফর করে ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক আরো কতটুকু এগিয়ে নিলেন?

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিদেশি জনশক্তি নয়, দেশের জনশক্তিকে কাজে লাগাতে হবে ঃ পাট ও বস্ত্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুইধারে সাধারণ মানুষ

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় বিজ্ঞাপনের ভিড়ে গাছগুলো জীবমৃত্যুর অবস্থায় পরিণত হয়েছে ব্যানার গাছে

ব্রেকিং নিউজ :