প্রতিনিধি, খাগড়াছড়ি : পার্বত্য জেলার খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে ঘ‚র্ণিঝড় সিত্রাং’র প্রভাব নেই। তবে রয়েছে ভ‚মি ধসের আশঙ্কা। যে কারণে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। এদিকে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ মেঘাছন্ন রয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে- ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকাসহ নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটিতে ঘ‚র্ণিঝড় সিত্রাংয়ের কোন প্রভাব নেই। তবে ঘ‚র্ণিঝড়ের প্রভাবের কারণে বৃষ্টিপাতের কারণে জেলায় ভূমি ধসের আশঙ্কা রয়েছে। যে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। ডিসি আরও বলেন, সোমবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে।