প্রতিনিধি, জামালপুর: প্রকৃতির রঙ সবুজ দিন দিন হারিয়ে যাচ্ছে ইট পাথরের শহরে।ইট পাথরে ঘেরা এই শহরের বুকেও কিছু সবুজপ্রেমী মানুষ নিজের মেধা, শ্রম ও সময় দিয়ে জায়গা করে দিয়েছে সবুজের। এমনি একজন সবুজপ্রেমী মানুষ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।এতদিন যাবত অবহেলিত উপজেলা পরিষদ ভবনের ছাদে মনের মাধুরি মিশিয়ে সবুজ বাগান করেছেন তিনি। বাগানের নামকরণ করা হয়েছে”ছায়া সবুজ”। ছাদ বাগানে স্থান পেয়েছে দেশি বিদেশি প্রায় ৩৫০ প্রজাতির ফল, ফুল ও ঔষধি গাছ।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মুসান্ডা, ড্রাগন, থাই পেয়ারা, দার্জিলিং এর কমলা, চায়না কমলা, জারবেরা, ক্যালেন্ডুলা, ডায়ান্থাস, গ্লাডিওলাস, মাল্টা, লেটুস, ক্রিসমাস ট্রি, ক্যাপসিকাম। দেশি ফুলের মধ্যে রয়েছে চন্দ্র মল্লিকা, গোলাপ, গাঁদা, জুঁই, বাগানবিলাস, রঙ্গনসহ বাহারি ফুলের গাছ।
এছাড়া দেশীয় ফলের মধ্যে জাম্বুরা, আমড়া, বড়ই, কমলা, সফেদা, সীডলেস লেবু এরই মধ্যে ফল দিতে শুরু করেছে। বেশ কয়েকটি উন্নত প্রজাতির আম গাছও ঠাঁই পেয়েছে ইউএনও’র ছাদ বাগানে। যাতে এরই মধ্যে মুকুল আসতে শুরু করেছে।
ইতোমধ্যেই নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার” ছায়া সবুজ “নামে ছাদ বাগান উদ্বোধন করেছেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ এনামুল হক।উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষ ও দর্শনার্থীদের নিকট প্রশংসনীয় হয়েছে ইউএনও মুনমুন জাহান লিজার “ছায়া সবুজ”।