300X70
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রতারক চক্রের মূলহোতা পরাগ উত্তরা থেকে গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে অবৈধ ভাবে পোল্যান্ডে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম ওরফে পরাগ (২৯)কে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
(র‌্যাব)।

গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম পরাগ দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্বপাড়া গ্রামের মোঃ শহীদুল ইসলামের পুত্র।

র‌্যাব জানিয়েছে, অঙ্গিকার বিডি নামক অফিসের ডিরেক্টর পদে পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম পরাগ বিদেশে (পোল্যান্ডে) লোক পাঠানোর কথা বলে সাধারন মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকার করেছে।

আজ দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এলিট ফোর্স র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রোববার দিবাগত রাত পৌঁনে ৯ টার দিকে উত্তরা পশ্চিম এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বহুরূপী প্রতারক এবং প্রতারক চক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম পরাগকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে পরাগ তার কৃতকর্মের বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এএসপি ফারজানা হক জানান, পরাগ নিজেকে অঙ্গিকার বিডি নামক অফিসের ডিরেক্টর পদে চাকুরী করে এবং বিভিন্ন সময় বিভিন্ন অফিসের বড় অফিসার পদে কর্মরত রয়েছে বলে এলাকার নিরিহ লোকজনের কাছ থেকে প্রতারণামূলক ভাবে পোল্যান্ডসহ বিভিন্ন রাষ্ট্রে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত পরাগ এবং তার বন্ধু মিলে একসাথে বিভিন্ন জনের নিকট হতে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সে টাকা দিয়ে তারা দুই জনই পোল্যান্ডে পাড়ি জমানোর বন্দোবস্ত করে। ইতোমধ্যে তার অপরাপর সহযোগী পোল্যান্ডে পাড়ি জমা কিন্তু তার ভিসা পেতে দেরি হওয়ার ফলে সে অপেক্ষমান থাকা অবস্থায় গতরাতে উত্তরা থেকে র‍্যাব-৩ এর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

গর্বিত ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট

মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত ও আহত ১

আবারও চিরচেনা রূপে ফিরছে রাজধানী, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা এখনাে কম

সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক

স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএইচবিএফসি’র নানা কর্মসূচী

প্রাণিসম্পদের উন্নত প্রজাতি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রেমিকাকে ভিডিওকলে রেখে ড্রেসিং রুমে ফুটবলারের আত্মহত্যা

মা‌টিরাঙ্গায় ভারতীয় ১ লাখ টাকার শাড়িসহ আটক ২

সবই পেয়ে গেছে চট্টগ্রাম: সেতুমন্ত্রী

কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

ব্রেকিং নিউজ :